এবছর বাড়তি গরমের আশঙ্কা হাওয়া অফিসের
-
-
- Mar 03, 2021 13:48 [IST]
- Last Update: Mar 03, 2021 13:48 [IST]
ফেব্রুয়ারি পেরোতেই গরমে কাবু
দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিন কুয়াশার জেরে সকালে গরম কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেতে উঠবে পরিবেশ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও
উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায়
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙ আর কালিম্পঙে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম
মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে।
আলিপুর
হাওয়া অফিস জানাচ্ছে, গত কয়েকদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের
চেয়ে ৫ডিগ্রি পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে। আগামী দু’দিন দিন-রাতের তাপমাত্রা
সামান্য কমলে তা এই সময়ের স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে গরম জলীয়
বাষ্পপূর্ণ বাতাস আসা শুরু হওয়ায় অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরমের দেখা মিলেছে।
দেশজুড়ে
এবছর গরমের প্রকোপ বাড়ার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দিল্লির মৌসম ভবন। দেশের উত্তর ও উত্তর-পূর্ব প্রান্তের রাজ্যে
চলতি মরশুমে গ্রীষ্মের স্বাভাবিক তাপমাত্রা ছাপিয়ে যেতে পারে বলে সতর্ক করছে মৌসম
ভবনের আবহবিদরা। তবে দক্ষিণ ও মধ্য ভারতে গ্রীষ্মের তাপমাত্রা স্বাভাবিক
থাকবে।
মৌসম
ভবনের মতে, গ্রীষ্মের মরশুম বা মার্চ থেকে মে মাসে
উত্তর ও উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দিনের
সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রাকে ছাপিয়ে যাবে। গরম বাড়বে মধ্য ভারতের
পূর্ব ও পশ্চিম প্রান্তে। অতিরিক্ত গরম পড়তে পারে ছত্তিশগড়, ওডিশা, গুজরাট, উপকূলীয় মহরাষ্ট্র, গোয়া ও উপকূলীয় অন্ধ্র প্রদেশে।
দিল্লির
‘ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট’র অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানাচ্ছেন, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে ওডিশা অবধি সর্বোচ্চ
স্বাভাবিক তাপমাত্রা বেশি থাকবে ৷ মার্চ থেকে মে মাসে এইসব অঞ্চলে গরম বাড়বে গড়ে
০.৫ ডিগ্রি সেলসিয়াস। এবারের গ্রীষ্মের গরম বাড়ার সঙ্গে অবশ্য প্রশান্ত মহাসাগরের
তাপমাত্রার তেমন যোগসূত্র নেই।
এদিকে, মঙ্গলবার সকালে কলকাতায় হালকা কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ
পরিষ্কার হয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি
সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা
ছিল ৩৪.২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায়
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের
কাছাকাছি থাকবে।
রাজ্যে
একদিকে গরমের ঘনঘটা, আর অন্যদিকে সকালে কুয়াশা থাকাটা একটা
ব্যতিক্রমী ঘটনা হলেও আবহবিদরা জানাচ্ছেন, পূবালী হাওয়ার দাপট বেশি
থাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে। জলীয়
বাষ্পপূর্ণ বাতাসের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট
থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই জলীয় বাষ্পই অস্বস্তিকর গরম দেওয়া শুরু করছে।