ধর্মঘটের সর্মথনে লাল ঝান্ডার দীপ্ত মিছিল হাওড়ায়
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 22, 2020 18:26 [IST]
- Last Update: Nov 22, 2020 18:26 [IST]
রবিবার সকালে হাওড়া শহরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ প্রত্যক্ষ করলো লাল ঝান্ডার দীপ্ত মিছিল। রবিবার সকালে ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সর্মথনে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে মিছিলে অংশগ্রহণ করলেন। মিছিলটি বালিখাল থেকে শুরু হয়ে জিটি রোড ধরে ১৫ কিমি পথ পরিক্রমা করে বি গার্ডেন গেটে গিয়ে শেষ হয়। বিস্তীর্ণ ১৫ কিমি পথ পরিক্রমা করতে সময় লাগে তিন ঘন্টা। বালিখালে মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বামফ্রন্টের নেতা ডাক্তার জগন্নাথ ভট্টাচার্য। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) নেতা শ্রীদীপ ভট্টাচার্য, জেলা বামফ্রন্টের আহ্বায়ক বিপ্লব মজুমদার, জেলা বামফ্রন্টের নেতা চিরঞ্জীব চন্দ্র, ডাক্তার জগন্নাথ ভট্টাচার্য, সমর কুন্ডু , বিশ্বনাথ সরকারসহ বামফ্রন্টের বিভিন্ন নেতৃবৃন্দ।

বালিখাল থেকে মিছিল শুরু হয়ে জিটি রোড ধরে যত এগিয়েছে মিছিলে অংশ গ্রহনকারীর সংখ্যা তত বৃদ্ধি পেয়েছে। মিছিলের মুখ যখন বেলুড় বাজারের সামনে তখন মিছিলের শেষ অংশ লালবাবা কলেজের সামনে। মিছিল যখন বালি মহাদেও জুট মিলের সামনে তখন জুট মিল থেকে বেরিয়ে এসে মিছিলে যোগ দিলেন জুট মিলের শ্রমিক শেখ মিরাজ। শেখ মিরাজ জানান যে দাবিগুলোর সর্মথনে সাধারণ ধর্মঘট হতে যাচ্ছে সেই দাবি গুলো সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষের। ফলে একজন শ্রমিক হিসেবে এই দাবিগুলোর সর্মথনে আমি এই মিছিলে যোগদান করছি। মিছিলে যোগদানকারী কয়েক হাজার মানুষের মধ্যে বেশিরভাগই ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির ফলে ভয়ানক ক্ষতিগ্রস্ত। মিছিলের দাবিগুলো নিজেদের জীবনের দাবি অনুভব করে মিছিলে যোগ দিয়েছেন। মিছিল যে অঞ্চল দিয়ে গেছে পথচলতি সাধারণ মানুষ সাহায্য করেছেন সুষ্ঠভাবে মিছিল যাবার জন্য। রাস্তার ধারের বাড়ির উপর থেকে বাসিন্দারা হাত নেড়ে মিছিলে অংশগ্রহণ কারীদের অভিনন্দন জানিয়েছেন। মিছিলে অংশগ্রহণ কারী ছাত্র যুবদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বালিখাল থেকে বি গার্ডেন পর্যন্ত রাস্তায় ১৮ টি স্থানে এলাকার সাধারণ মানুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে মিছিলে অংশগ্ৰহনকারী দের অভিনন্দন জানান। এছাড়াও এই সমস্ত অঞ্চলে ধর্মঘটের সর্মথনে দীর্ঘ ক্ষণ ধরে পথসভা অনুষ্ঠিত হয়। সালকিয়া পিলখানা অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় এসে মিছিলে অংশগ্রহণ কারীদের অভিনন্দন জানান। শিবপুরের হাওড়া জুট মিলের সামনে মিছিলে অংশগ্রহণ কারীদের সম্বর্ধনা জানাতে দেখা যায় জুট মিলের শ্রমিকদের। বহু বয়স্ক মানুষকে দেখা যায় শারীরিক অসুবিধা কে উপেক্ষা করে সাধারণ ধর্মঘটের সর্মথনে ১৬ কিমি পথ অতিক্রম করতে। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি ও রাজ্য সরকারের সুবিধাবাদী মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হতে। মিছিল থেকে ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়।
এছাড়াও জেলার পাঁচলায় গঙ্গাধরপুর থেকে নানা পথ পরিক্রমা করে দেউলপুর , জগৎবল্লভপুরে পাতিহাল, হাঁটাল, পোলগুস্তিয়া অঞ্চলে ধর্মঘটের সর্মথনে মিছিল অনুষ্ঠিত হয়।