ধর্মঘটের সমর্থনে সুসজ্জিত মিছিল জলপাইগুড়িতে
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 22, 2020 20:11 [IST]
- Last Update: Nov 22, 2020 20:11 [IST]
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে ২৬ নভেম্বরের ধর্মঘটের সমর্থনে জলপাইগুড়ি শহরের চারটি স্থান শান্তিপাড়া, বৌবাজার, রায়কত পাড়া, রেসকোর্স পাড়া থেকে সিপিআই(এম) কর্মীদের সুসজ্জিত মিছিল কদমতলায় মিলিত হয়। কদমতলা মোড়ে বামফ্রন্ট ও কংগ্রেস এর পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে পথ সভা সংগঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক সলিল আচার্য। সভায় ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন পীযুষ মিশ্র যুব নেতা প্রদীপ দে শিক্ষক নেতা বিপ্লব ঝাঁ শ্রমিক নেতা কৃষ্ণ সেন, আরএসপি নেতৃত্ব পরিতোষ ঘোষ, ফরওয়ার্ড ব্লকের পক্ষে গোবিন্দ রায় জাতীয় কংগ্রেসের পক্ষে সুভাষ বক্সী, সিপিআই(এম) লিবারেশনের পক্ষে সুভাষ দত্ত। সভা পরিচালনা করেন সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল। সভা থেকে বক্তারা ২৬ নভেম্বর ধর্মঘট কোন পরিপেক্ষিতে ডাকা হয়েছে তা মানুষের কাছে তুলে ধরেন।

জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি হাটে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ধর্মঘটের পক্ষে মিছিল ও পথ সভা করা হয়। এই সভায় বক্তব্য রাখেন মোক্তাল হোসেন, রতন কুমার রায়, খরেন রায়, ক্ষিরমোহন রায়, চন্দন ভৌমিক প্রমুখ।
