ধর্মঘট সর্বাত্মক করতে রায়গঞ্জে কেন্দ্রীয় মিছিল
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 23, 2020 15:24 [IST]
- Last Update: Nov 23, 2020 15:24 [IST]
আগামী ২৬ নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনসমূহ এবং কৃষক, খেতমজুর সংগঠনগুলির ডাকে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সর্বাত্মক করতে সোমবার রায়গঞ্জে কেন্দ্রীয় মিছিলে হাজার হাজার মানুষের ঢ্ল। মিছিলের পুরোভাগে ছিলেন বামফ্রন্ট আহ্বায়ক অপূর্ব পাল, সিপিআই জেলা সম্পাদক সমর ভৌমিক, ফরোয়ার্ডব্লকের জেলা সম্পাদক গোকুল রায়, কংগ্রেস নেতা রনোজ দাস, গোপী সিন্ধি সহ অসংখ্য মানুষ। এদিন রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু হয়। রায়গঞ্জ শহর ঘুরে এনবিএসটি বাস স্ট্যান্ডের সামনে এসে সমাবেশে ধর্মঘট সফল করার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।