শনিবার গভীর রাতে সুরক্ষা বাহিনীর তল্লাশি অভিযানের সময় গুলির লড়াইয়ে তিন মাওবাদী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার বারাচাট্টির জঙ্গলে। মাওবাদী রয়েছে খবর পেয়ে মধ্যরাতে গয়ার বারাচাট্টি জঙ্গলে হানা দেয় ২০৫ কোবরা কমান্ডার এবং বিহার পুলিশের যৌথবাহিনী। বেশ কিছুক্ষণ দু’পক্ষের গুলি বিনিময়ের পর যৌথবাহিনীর গুলিতে তিনজন মাওবাদীর মৃত্যু হয়। জানা গিয়েছে, নিহতদের মধ্যে মাওবাদীদের জোনাল কমান্ডার অলোক যাদবও রয়েছেন। এলাকায় তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ রাইফেল এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপারেশনে তিন মাওবাদীকে হত্যা করতে পারাকে বড় সাফল্য হিসাবে দাবি করে সুরক্ষাবাহিনী।