মায়ানমারে পুলিশের গুলিতে প্রাণ হারালেন ৮ বিক্ষোভকারী
-
নিজস্ব প্রতিনিধি
- Mar 04, 2021 00:14 [IST]
- Last Update: Mar 04, 2021 00:14 [IST]
বন্দুকের জোরে গণতান্ত্রিক আন্দোলন ভাঙার পথে এগোচ্ছে মায়ানমারের সামরিক জুন্টা। গত রবিবারের পরে বুধবারও গণতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভরত জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করল সেনার মদতপুষ্ট পুলিশ বাহিনী। ফেসবুক, টুইটার এবং অন্যান্য স্বাধীন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার মান্দালয়, রেঙ্গুন সহ মায়ানমারের বিভিন্ন প্রান্তে গুলি চালনার ঘটনা ঘটে। এখনও অবধি প্রাপ্ত খবর অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে ৮ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। এর আগে রবিবার পুলিশের গুলিতে প্রাণ হারান ১৮জন বিক্ষোভকারী।
১ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে হঠিয়ে মায়ানমারের রাষ্ট্র ক্ষমতা দখল করে সামরিক জুন্টা। তারপর থেকেই বজ্রমুষ্টিতে দেশ জোড়া বিক্ষোভ সামলানোর কৌশল নিয়েছে জুন্টার আধিকারিকেরা। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো অনুযায়ী, বুধবারের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ১৪ বছরের কিশোর। বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে পুলিশি ধরপাকড়ে গুরুতর জখম আন্দোলনকারীদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হচ্ছে। যথেচ্ছ অত্যাচার নামিয়ে আনা হচ্ছে অ্যাম্বুলেন্স চালক ও স্বাস্থ্যকর্মীদের ওপর। রেয়াত করা হচ্ছে না সাংবাদিকদেরও। ইতিমধ্যেই অ্যাসোসিয়েটেড প্রেস সহ একাধিক প্রথম সারির সংবাদ সংস্থার সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। কন্ঠ রোধ করার চেষ্টা চলছে সেদেশের সমস্ত ছোট বড় সংবাদ মাধ্যমের।