জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীন লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃত ওই সিভিক কর্মীর নাম নিত্যানন্দ দেবনাথ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুরে ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ঘাতক লরিটিকে আটক করতে পারেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।