মিজোরামে উদ্ধার বহু অস্ত্রশস্ত্র
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 22, 2021 23:17 [IST]
- Last Update: Jan 22, 2021 23:17 [IST]
মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার হয়েছে বহু আগ্নেয়াস্ত্র। পাচারকারী অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন অভিযানকারীরা। বিশেষ সূত্রে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার রাজ্যের চাম্পাই জেলার জুট এলাকার প্রত্যন্ত ঘন জঙ্গলের এক স্থানে অভিযান চালায় আসাম রাইফেলস। এই অভিযানে তিনটি একে ৫৬ রাইফেল, তিনটি খালি ম্যাগাজিন এবং ২.৩ লক্ষ মায়ানমারের টাকা উদ্ধার হয়েছে। আসাম রাইফেলসের পক্ষ থেকে জানা গেছে, বিশেষ সূত্ৰের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস এই অভিযান সংগঠিত করেছিল। এদিকে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের খবর পেয়ে মায়ানমার ভূখণ্ডে অবস্থানকারী অস্ত্ৰ পাচারকারীরা গা ঢাকা দিয়েছে।