নাইজিরিয়ায় মসজিদে হামলা, মৃত ৫, অপহৃত ৪০
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 23, 2020 16:48 [IST]
- Last Update: Nov 23, 2020 16:48 [IST]
নাইজেরিয়ায় রবিবার নামাজের সময় একটি মসজিদে কয়েকজন বন্দুকধারী ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫ জনকে খুন করেছে। এছাড়াও হামলাকারীরা মসজিদে উপস্থিত ৪০জনকে অপহরণ করে নিয়ে গিয়েছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিম রাজ্য জামফরায় হয়েছে হয়েছে ঘটনাটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নাইজেরিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে নামাজ পড়ার জন্য জামফারা প্রদেশের মারু জেলার দুতসেন গারি গ্রামের একটি মসজিদে জড়ো হয়েছিলেন ওই এলাকার প্রায় ১০০ জন মানুষ। সেসময় অজ্ঞাত পরিচয়ের একদল বন্দুকধারী আচমকা সেখানে হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করে। এরপর ৪০ জন মানুষকে অপহরণ করে একটি বাসে চাপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার করা যায়নি অপহৃতদেরও। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি।