ক্যালিফোর্নিয়ার গির্জায় ছুরি হাতে হামলা, মৃত ২
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 23, 2020 16:28 [IST]
- Last Update: Nov 23, 2020 16:28 [IST]
ফের ছুরি হাতে এলোপাতাড়ি হামলা আমেরিকায়। ক্যালিফোর্নিয়ার এক গির্জায় ঢুকে কুপিয়ে ২ জনকে খুন করল আততায়ীরা। মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন শহরের মেয়র স্যাম লিকার্ডো। গুরুতর জখম বেশ কয়েকজন। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যালিফোর্নিয়া প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার সান জোস শহরে গ্রেস ব্যাপটিস্ট চার্চে আচমকা ছুরি হাতে চড়াও হয় এক হামলাবাজ। তার পরে গির্জা চত্বরে উপস্থিত প্রার্থনায় আসা ব্যক্তিদের লক্ষ্য করে এলোপাতাড়িভাবে ছুরি চালাতে শুরু করে। ছুরির আঘাতে দু'জন ঘটনাস্থলেই মারা যান। আরও বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হন। তাদের অবস্থাও আশঙ্কাজন। আকস্মিক এই হামলার ঘটনায় গির্জায় উপস্থিত ব্যাক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই, ঘটনার পরেই গির্জার কার্যক্রম স্থগিত রেখেছে প্রশাসন। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।