সেরাম ইনস্টিটিউটে আগুন লাগার ঘটনায় বিসিজি ও রোটা ভাইরাস উৎপাদনে ক্ষতি
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 22, 2021 19:27 [IST]
- Last Update: Jan 22, 2021 19:27 [IST]
পুনের সেরাম ইনস্টিটিউটে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় কোভিশিল্ড উৎপাদনে বাধা না পড়লেও ক্ষতি হয়েছে বিসিজি ও রোটা ভ্যাকসিন উৎপাদন। শুক্রবার একথা নিজেই টুইট করে জানিয়েছেন সংস্থার সিইও আদর পুনাওয়ালা।
প্রসঙ্গত বৃহস্পতিবার সিরাম ইনস্টিটিউটে আগুন লাগে। সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৫ জন নির্মাণকর্মীর। আগুনে বিসিজি ও রোটা ভাইরাসের টিকা উৎপাদনে যেমন ক্ষতি হয়েছে তেমনি পুড়ে গেছে পাঁচটি তরতাজা প্রাণ।