চাকরির প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক বিজেপি মন্ত্রীর
-
গণশক্তির প্রতিবেদন
- Mar 03, 2021 17:29 [IST]
- Last Update: Mar 03, 2021 17:29 [IST]
বিজেপি নেতা তথা কর্নাটকের মন্ত্রী রমেশ জারকিহোলির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে যার জন্য তোলপাড় কর্ণাটকের রাজ্য রাজনীতি। সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে যৌন সম্পর্কে আসতে বাধ্য করেন তিনি। গতকাল কর্ণাটকের এক সমাজকর্মী মন্ত্রীর এই কুকীর্তির ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটিতে লক্ষ্য করা যাচ্ছে যে বিদ্যুৎ দপ্তরে চাকরি দেওয়ার নামে যৌনতার প্রস্তাব রাখেন মন্ত্রী। এই ভিডিও টা প্রকাশ্যে আসার পর মন্ত্রী রমেশ জারকিহোলির পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা।