অবৈধ বালি পাচার নিয়ে সংঘর্ষ, আহত অনেকে
-
গণশক্তির প্রতিবেদন
- Mar 03, 2021 19:32 [IST]
- Last Update: Mar 03, 2021 19:32 [IST]
হুগলির আরামবাগ ব্লকের পুরশুড়ায় অবৈধ বালি পাচার নিয়ে সংঘর্ষ হয় বুধবার। এদিন কুমরুল এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ ও সশস্ত্র সমাজবিরোধীর দল ভাঙামোরার বাসিন্দা সুব্রত ঘোষের বাড়িতে চড়াও হয়। এলাকার বাসিন্দারা সেই সমাজবিরোধীদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। দুপক্ষের ধস্তাধস্তিতে অনেকে আহত হয়েছেন বলে খবর। বিশ্বজিৎ ঘোষ ও সুব্রত ঘোষ দুজনেই বালি পাচার ও বেশকিছু অসামাজিক কাজের সাথে যুক্ত বলে খবর। ২০১১সালের নির্বাচনের পর থেকেই আরামবাগ মহকুমা জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তৃণমূল। তার পর থেকেই বালি বেচে কাটমানি আদায়ের প্রকল্প তৈরি হয়ে যায় রাতারাতি। মুন্ডেশ্বরী নদী বর্ধমান ও হুগলী এই দুই জেলার সীমান্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাই স্বাভাবিকভাবেই ভৌগোলিক ভাবে দুস্কৃতীদের সহজে যাতায়াতের রাস্তা তো ছিলোই। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে দুস্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে ওঠে এলাকা। এলাকার মানুষজন বলেন মুণ্ডেশ্বরী নদী মজে আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে তাই তার নাব্যতা বাড়াতে বালি খাদান চলছে সরকারি নির্দেশেই কিন্তু শাসকদলের একাংশ খোদাই করা বালি থেকে তোলা কাটমানির বখরা নিয়েই এতকাল মারপিট খুনখারাপি করে এসেছে। এখন অধিকাংশ বালিমাফিয়া তৃণমূলের জার্সি ছেড়ে বিজেপির জার্সি পড়েছে। তাই বখরা নিয়ে সংঘর্ষ রাজনৈতিক রং পেয়েছে। আসলে বিজেপি-তৃণমূল দুই দল মিলেই লুটে খাচ্ছে।