বিজেপি দুষ্কৃতীদের হাতে খুন মাধ্যমিক পরীক্ষার্থী
-
-
- Mar 04, 2021 11:26 [IST]
- Last Update: Mar 04, 2021 03:00 [IST]
মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার উত্তপ্ত হলো দত্তপুকুর এলাকা। মঙ্গলবার রাতে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী যুগল দাসকে খুন করার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নারীঘটিত একটি ঘটনার প্রতিবাদ করায় যুগল দাসকে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ করেন তাঁর বাবা। এদিন যুগল দাসকে দত্তপুকুরের নিভাদুই রেল গেট এলাকায় আনা হলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা। ৩ঘণ্টা পথ অবরোধ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতী পাঁচুগোপাল দে, গৌরব সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবি তোলা হয়। দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
দত্তপুকুর নিভাদুই স্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী যুগল দাস (১৬)। মৃত ছাত্রের বাড়ি সোদপুরের নিভাদুই ক্ষুদিরাম পল্লিতে। অভিযোগ, মঙ্গলবার রাতে একা পেয়ে যুগল দাসকে মারধর করে পাঁচুগোপাল দে, গৌরব সহ মোট পাঁচজন। এরা সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলে এলাকায় পরিচিত। গতকাল রাতে দুষ্কৃতীরা যুগল দাসের মাথায় বাঁশ দিয়ে মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যুগল দাসের মৃত্যু হয় বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
এদিনের পথ অবরোধকারীদের অভিযোগ, পুলিশ এলে খুনিদের ছেড়ে নির্দোষদের গ্রেপ্তার করেছে। বাবা দিনমজুর বুধো দাস জানিয়েছেন, আমরা দত্তপুকুরের নিভাদুই ক্ষুদিরাম পল্লির বাসিন্দা। মঙ্গলবার রাতে পাশের পাড়া প্রদীপ পল্লির যুবকদের মধ্যে নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে বচসা হয় বলে শুনেছি। আমার ছেলে যুগল এই ঘটনার প্রতিবাদ করলে তার মাথায় বাঁশ দিয়ে মারা হয়। ঘটনাটি ঘটেছিল আনুমানিক রাত ১০টা নাগাদ। মাথায় আঘাত লাগার পর বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয়েছে। যুগল দাসের খুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ৪জনকে গ্রেপ্তার করেছে। বাকীরা পলাতক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।