মেরামতির জন্য আগামী ৪ দিন বন্ধ থাকবে কলকাতার দুর্গাপুর ব্রিজ
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 22, 2021 21:42 [IST]
- Last Update: Jan 22, 2021 21:42 [IST]
মেরামতির জন্য আগামী ৪ দিন বন্ধ থাকবে দুর্গাপুর সেতু। আগামী ২৩ জানুয়ারি রাত ১০টা থেকে ২৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে অন্য রুটের বন্দোবস্ত করা হয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র তরফে বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর চাপ বাড়ে এই সেতুর ওপর। সেই জন্যই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত। আগামীকাল রাত থেকে আলিপুর রোড গামী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে, ডায়মন্ড হারবার রোড ও জয় হিন্দ ব্রিজের দিকে। আলিপুর রোড থেকে দক্ষিণগামী বাস চেতলা সেন্ট্রাল রোড থেকে বর্ধমান রোড ও জয় হিন্দ ব্রিজ দিয়ে পাঠানো হবে। চেতলা রোডের দিকের অটো যাবে লকগেট ব্রিজ, স্টেশন রোড, নিউ আলিপুর আইল্যান্ড হয়ে।