জয়চণ্ডী পাহাড়ে আগুন
বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়, বান্দোয়ান, বোরো'র পর এবার পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকের জয়চণ্ডী পাহাড় ও ঝালদার শিকরা পাহাড় লাগোয়া জঙ্গলে এর একাংশ আগুন লাগল। সোমবার শেষ বিকেলে জয়চণ্ডী পাহাড় এর একেবারে পেছনের অংশে গাছগুলিতে আগুন লাগে।