সারদা কাণ্ডে ফের কুনাল ঘোষকে তলব করল ইডি
-
গণশক্তির প্রতিবেদন
- Mar 02, 2021 18:10 [IST]
- Last Update: Mar 02, 2021 18:10 [IST]
সারদা কাণ্ডে ফের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করল ইডি। আজ, মঙ্গলবার সকাল ১১টায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। ইডি সূত্রের খবর, সারদাকাণ্ডে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন তারা। এব্যাপারে কুণাল ঘোষের কাছ থেকে কিছু তথ্যের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা। এদিন টানা সাত ঘন্টা জেরা করা হয় তাকে। সূত্রের খবর, তার বয়ানে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে ইডি।