বেকায়দায় মোদী সরকার
চলমান কৃষক আন্দোলনকে কেন্দ্র করে মোদী সরকারের যে মানসিকতা ও আচরণ বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে তাতে পরিষ্কার সরকার ভাঙবে কিন্তু মচকাবে না। দীর্ঘস্থায়ী আন্দোলনের জেরে যে অচলাবস্থা তৈরি হবে তার ফলে কৃষি ও কৃষকের ক্ষতি, অর্থনীতির ক্ষতি হলেও সরকার একবগ্গা অবস্থান থেকে একটুও নড়বে না। মোদী সরকারের স্পষ্ট অবস্থান সরকারের সিদ্ধান্তই কৃষকদের মানতে হবে, কৃষকদের দাবির কাছে সরকার মাথানত করবে না। এটা নাকি মোদীর সম্মানের প্রশ্ন। তিনি বার বার বলেছেন এই তিন আইনের ফলে কৃষকের লাভ হবে। কৃষকদের ভালোর জন্যই নাকি তিনি এই আইনগুলি তৈরি করেছেন। এখন কৃষকের দাবি মেনে আইন প্রত্যাহার হলে প্রধানমন্ত্রীর অসম্মান হবে।...