জয়চণ্ডী পাহাড়ে আগুন
-
গণশক্তির প্রতিবেদন
- Mar 02, 2021 19:33 [IST]
- Last Update: Mar 02, 2021 19:33 [IST]
বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়, বান্দোয়ান, বোরো'র পর এবার পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকের জয়চণ্ডী পাহাড় ও ঝালদার শিকরা পাহাড় লাগোয়া জঙ্গলে এর একাংশ আগুন লাগল। সোমবার শেষ বিকেলে জয়চণ্ডী পাহাড় এর একেবারে পেছনের অংশে গাছগুলিতে আগুন লাগে। অনেক দূর থেকেই ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যাচ্ছিল। দমকল কে খবর দেওয়ার পর দমকলের ইঞ্জিন পৌঁছেও বেশ কিছুক্ষণ আটকে থাকে পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। দমকল সূত্রে জানা গেছে পাহাড়ের উপরে দমকলের গাড়ি নিয়ে ওঠা যায় না। আবার পাহাড়ে ওঠার মতো সরঞ্জামও দমকলের নেই। তাই ব্যাটিং( গাছের ডাল ভেঙে) পদ্ধতিতে আগুন নেভানোর কাজ করা হয়। যেহেতু ঘটনাস্থল থেকে জনবসতি এলাকা খুব কাছেই তাই এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কে রয়েছেন। ফিবছর এইরকম আগুন লাগে। আগুন যাতে না লাগে সে ব্যবস্থা করার দাবি জানিয়েছে স্থানীয় মানুষজন। সোমবার সন্ধ্যায় থেকে বনদপ্তর এর ঝালদা রেঞ্জ অফিসের অধীনে শিকরা পাহাড় লাগোয়া জঙ্গলে আগুন লেগেছিল। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অবশ্য দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনে রাতেই।