ছাড়া পেলেন প্রাক্তন বার্সা সভাপতি
-
-
- Mar 03, 2021 11:54 [IST]
- Last Update: Mar 03, 2021 03:00 [IST]
গ্রেপ্তারের একদিন পর মঙ্গলবার ছাড়া পেলেন বার্সেলোনা ক্লাবের প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। সোমবার সকালে ক্লাবের সদরদপ্তরে হঠাৎই হানা দেয় পুলিশের অর্থনৈতিক অপরাধদমন বিভাগ। তারপরই গ্রেপ্তার হন বার্তোমেউ সহ ক্লাবের একাধিক কর্তা। বার্সেলোনার একটি কোর্ট জানায়, প্রাক্তন সভাপতি এবং তাঁর প্রাক্তন উপদেষ্টা খাউম মাসফেরার ফেরার কোর্টে নিজেদের জবানবন্দি না দেওয়ার অধিকার প্রয়োগ করেন।
গতদিন বার্সেলোনা ক্লাবের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অস্কার গ্রাউ এবং আইনজীবী রোমান গোমেজ পন্টিকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কুখ্যাত ‘বার্সাগেট কাণ্ডে’ নাম উঠে এসেছে জোসেপ মারিয়া বার্তোমেউর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বেশ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি করে বার্সেলোনা ক্লাবের সোশ্যাল মিডিয়া আরও শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন সভাপতি। তবে এর আড়ালে সংস্থাগুলির মূল কাজ ছিল, বার্তোমেউর বিরোধীপক্ষের সোশ্যাল মিডিয়ায় নজরদারি রাখা, এমনকি বার্তোমেউর ভাবমূর্তি স্বচ্ছ রাখতে বিরোধীপক্ষে থাকা লিওনেল মেসি, জেরার্ড পিকে, কার্লোস পুওলদের মতো তারকাদের সোশ্যাল মিডিয়ায় কালিমালিপ্ত করা কাজ ছিল সংস্থাগুলির। পরিবর্তে সংস্থাগুলির কাজের যা বাজারদর, তার ছ’গুণ বেতন দিতেন বার্তোমেউ।