ক্রমতালিকায় অবনতি স্মৃতির
-
-
- Mar 03, 2021 12:00 [IST]
- Last Update: Mar 03, 2021 03:00 [IST]
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি ভারতীয় মহিলা দলের। তার ছাপ পড়ল আইসিসি ক্রমতালিকাতেও। ওডিআই ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে সেরা জায়গায় ছিলেন স্মৃতি মন্ধানা। তিনি ছিলেন চতুর্থ স্থানে। এদিন প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী দু’ধাপ নেমে ছয় নম্বরে ভারতের বাঁ হাতি ওপেনার। বোলারদের মধ্যে পঞ্চম স্থান ধরে রাখলেন ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী।
রবিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ। সিরিজের সব ম্যাচই খেলা হবে লক্ষ্ণৌতে। কোয়ারান্টিন পর্ব শেষ করে জৈব-সুরক্ষা বলয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা মহিলা দলের ক্রিকেটাররা। বুধবার অনুশীলন শুরু করবে ভারত। এদিন ভারতীয় দলের কোচ ডব্লিউভি রমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘কোয়ারান্টিন শেষ হলো আজ। ৭ মার্চ থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজের জন্য প্রস্তুতি শুরু হবে কাল থেকে। ৩৬৪ দিন আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়েছিল ক্রিকেটারদের।’
করোনা সংক্রমণের জেরে দীর্ঘ সময় বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। মাঝে আইপিএল খেলার সুযোগ হয়েছিল মিতালি রাজদের। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় দিন গুনছেন ক্রিকেটাররা।