front right back left top bottom
২০ ফাল্গুন ১৪২৭ বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
খেলা
গত ৩২ বছরে ব্রিসবেনে অপরাজিত অস্ট্রেলিয়া। সিরিজের শুরু থেকে ‘নিজেদের দুর্গে’ খেলার জন্য বারবার চ্যালেঞ্জ জানিয়েছে অসিরা। তাদের অহঙ্কারে জোরালো আঘাত তরুণ ভারতের। পঞ্চম দিনের ক্ষত-বিক্ষত পিচ। অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলিং আক্রমণ। সামনে ৩২৮রানের লক্ষ্য। সব বাধা অতিক্রম করে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। সঙ্গে গতবারের মতো এবার ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকার ট্রফি জিতল তরুণ ভারত। রান তাড়ায় বড় ভূমিকা নিলেন শুভমন গিল (৯১), চেতেশ্বর পূজারা (৫৬)। শেষদিকে স্নায়ুর চাপ সামলে ভারতের জয় নিশ্চিত করলেন ঋষভ পন্থ। জয়ের রান এল তাঁর ব্যাট থেকেই। অপরাজিত ৮৯ রানের ইনিংসে ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন ঋষভ।