অক্ষরদের রুখতে পরিকল্পনা প্রস্তুত : ক্রলি
-
-
- Mar 03, 2021 11:46 [IST]
- Last Update: Mar 03, 2021 03:00 [IST]
চেন্নাইতে দ্বিতীয় টেস্টে হারের পর থেকেই নিয়মিতভাবে পিচের সমালোচনায় উঠেপড়ে লেগেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁকে পালটা দিয়েছেন অনেকেই। ভারতের প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররাই শুধু নন, ভনের মন্তব্যকে পালটা দিয়েছেন অসি ক্রিকেটাররাও। ভন অবশ্য হাল ছাড়েননি। এদিনও সোশ্যাল মিডিয়ায় পিচ নিয়ে বিদ্রুপ করে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, পিচ পুরো খোঁড়া, তাতে ব্যাটিং করছেন ভন। সঙ্গে লিখেছেন, ‘চতুর্থ টেস্টের প্রস্তুতি ভালোই হচ্ছে।’
বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। এদিন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে বেশকিছু ছবি দেওয়া হয়। তার একটি ছবিতে দেখা যাচ্ছে, অধিনায়ক জো রুট সহ ইংল্যান্ড দলের পাঁচ ক্রিকেটার গম্ভীরভাবে পিচ পর্যালোচনা করছেন। মাইকেল ভনের মতো ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা ‘কাঁদুনি’ গাইলেও দলের ক্রিকেটাররা অবশ্য পিচ নিয়ে কোনও অভিযোগ তোলেননি। বরং, নিজেদের ব্যাটিং দক্ষতাকেই দায়ী করেছেন তাঁরা। চতুর্থ টেস্টের আগে একই সুর ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাক ক্রলির গলাতেও। এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বরং জানালেন, ভারতীয় স্পিনারদের সামলানোর জন্য পরিকল্পনা প্রস্তুত তাঁদের।
গত টেস্টটি গোলাপি বলে খেলা হয়েছিল। এবার ফের লাল বল। জ্যাক ক্রলি বলছেন, ‘বলের আচরণ অনুযায়ী পরিকল্পনা হবে। এবার লাল বলে খেলা হবে। সুতরাং, একটু হলেও পার্থক্য থাকবে। সেক্ষেত্রে হয়তো টেকনিকে খুব বেশি বদল আনতে হবে না। তবে গত ম্যাচের মতো যদি দেখা যায় বল মূলত স্কিড করছে এবং হঠাৎ কোনও বল ঘুরছে, সেক্ষেত্রে বিষয়টা বাড়তি চিন্তার। পরিস্থিতি কঠিন। তবে গত ম্যাচের মতো হলে, আমরা এবার কিছুটা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ব্যাট করবো।’
গত দুই টেস্টে বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল এবং অভিজ্ঞ অশ্বিনই মূলত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের জন্য। সিরিজে ইতিমধ্যেই এই জুটির ঝুলিতে ৩৩ উইকেট। অক্ষর প্রসঙ্গে ক্রলি বলছেন, ‘ও খুবই ভালো বোলার, বিশেষত এইরকম পরিস্থিতিতে। বেশিরভাগ বলই সোজা আসছিল, হঠাৎ দু-একটা বল ঘুরেছে। তবে এই সিরিজে ভালো মানের স্পিনারদের সামলেছি। আবারও সামলাতে পারবো, এটুকু ভরসা রয়েছে।’ ক্রলি অবশ্য একথা বলতেই পারেন। গত ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার মাঝে ৫৩ রানের ইনিংস খেলেছেন ক্রলি। স্পিনের বিরুদ্ধে তাঁর টেকনিকও ভরসাযোগ্য।