অপ্রতিরোধ্য সিন্ধু ফাইনালে
-
-
- Jul 21, 2019 12:55 [IST]
- Last Update: Jul 21, 2019 12:45 [IST]
জাকার্তা, ২০ জুলাই— ইন্দোনেশিয়ান ওপেন ব্যামমিন্টন সুপার সিরিজে ছুটছে সিন্ধুর বিজয়রথ। কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে এবার সেমিফাইনালে হারালেন সদ্য অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চেন য়ু ফেইকে। অপ্রতিরোধ্য পিভি সিন্ধু ফাইনালে উঠলেন ২১-১৯, ২১-১০ পয়েন্টের ব্যবধানে। স্ট্রেট গেমে চীনের প্রতিপক্ষকে পরাস্ত করেন ভারতীয় শাটলার। মেয়েদের সিঙ্গলসের ফাইনালে সিন্ধুর সামনে জাপানের আকানে ইয়ামাগুচি।
গত ৭মাসে এই প্রথম বিডব্লিউএফ ট্যুর ফাইনালে পৌঁছালেন ভারতীয় তারকা। এই ম্যাচ জিতলে চলতি মরশুমে প্রথম ট্রফি জিতবেন হায়দরাবাদ খ্যাত খেলোয়াড়। প্রসঙ্গত, এই বছর কোনও মেজর টুর্নামেন্টের ফাইনালে খেলবেন অলিম্পিকে রুপো জয়ী। জয়ের পর টুর্নামেন্টের সরকারি ওয়েবসাইটে সিন্ধু জানান, ‘এবছরের প্রথম ফাইনালে পৌঁছে আমি ভীষণই খুশি। খেতাব জয়ের সর্বস্ব চেষ্টা করব।’ চীনের প্রতিপক্ষে হারাতে কীরকম পরিকল্পনা ছিল ? সিন্ধুর উত্তর, ‘আমি ওপর ফর্ম নিয়ে ভাবিনি। নিজের খেলার মন দিয়েছি। আত্মবিশ্বাসী ছিলাম। পিছিয়ে পড়লেও হতাশ হইনি। বরং কীভাবে পয়েন্ট পাওয়া যায় সেই লক্ষ্যেই অবিচল ছিলাম। লড়াই করে সমতায় ফিরেছি। সবরকম পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রেখেছিলাম।’ প্রথম সেটে টক্কর হলেও দ্বিতীয় সেটে একপেশে জয় সিন্ধুর।
রবিবারের ম্যাচে ইয়াগুচির সামনে চ্যালেঞ্জ সহজ নয়। কারণ বিশ্বের একনম্বর তাই জু ইংকে নিয়ে সেমিফাইনালে ছিনিমিনি খেলেছেন ইয়ামাগুচি। তিনি জয়ী ২১-৯, ২১-১৫ গেমে। আকানের বিরুদ্ধে জয়-পরাজয়ের পরিসংখ্যানে ১০-৪ এগিয়ে সিন্ধু। শেষ চারবারের সাক্ষাতে প্রত্যেকবার সিন্ধুকে হারিয়েছেন তিনি। ইয়ামাগুচিকে নিয়ে সিন্ধুর মন্তব্য, ‘আকানের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেছি। আমরা দু’জনেই একে অপরের খেলার ধরণ জানি। সেজন্যই বিশেষ স্ট্র্যাটেজিতে না গিয়ে কোর্টে সেরা পারফরম্যান্স দিতে হবে।’
প্রথম গেমে ১৪-১৮ পয়েন্ট পিছিয়ে ছিল সিন্ধু। তারপর টানা পাঁচ পয়েন্ট নিয়ে লড়াই জমিয়ে দেন। তারপর গেম নিজের দখলে রাখেন। দ্বিতীয় গেমের শুরুতেও ০-৪ পিছিয়ে পড়েন সিন্ধু। কিন্তু টানা ৭ পয়েন্ট নিয়ে ২-৫ থেকে ৮-৫ এগিয়ে যান। ১০-৮ থেকে আবার পরপর ৮ পয়েন্ট অর্জন করে সিন্ধু। পরের দিকে সিন্ধুর স্ম্যাস সামলাতে ব্যর্থ হলে ম্যাচে প্রত্যাবর্তনের আশা শেষ হয় চেনের।