দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে করা কোয়েসি আপ্পিয়ার গোলে মুম্বাই সিটি এফসি’কে ১-০ গোলে হারিয়ে এবারের আইএসএল শুরু করল নর্থইস্ট ইউনাইটেড। এটিকে মোহনবাগান শুক্রবার তাদের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর নর্থইস্টও তিন পয়েন্ট ঘরে তুলল। প্রথমার্ধের বিরতির কয়েক মিনিট আগেই মুম্বাইয়ের মিডফিল্ডার আহমেদ জাহৌ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বাকি ম্যাচে দশজন নিয়েই লড়াই চালাতে হয় তাদের। গোয়ার তিলক ময়দানে সার্জিও লোবেরা ৪-২-২-২ ছকে দল সাজান। তাতে প্রথম থেকেই হাইল্যান্ডারদের রক্ষণভাগে চাপ তৈরি করেছিল মুম্বাই। যদিও মুম্বাই আক্রমণভাগকে প্রতিটি ক্ষেত্রে রুখে দেন নর্থইস্ট ডিফেন্ডাররা। বক্সের কাছে ফাঁকা জায়গা তৈরি করার সুযোগ দেননি। ৪৩ মিনিটে জাহৌ নর্থইস্টের ডিফেন্সিভ মিডফিল্ডার খাসা কামারাকে অপ্রয়োজনীয় ট্যাকল করলে স্টাডে চোট পান কামারা। রেফারি কাছেই ছিলেন। সরাসরি লাল কার্ড দেখিয়ে রেফারি আর ভেঙ্কটেশ বুঝিয়ে দেন, কড়া হাতেই ম্যাচ পরিচালনা করবেন তিনি।
দ্বিতীয়ার্ধের দু’মিনিটে পেনাল্টি আদায় করে নেয় নর্থইস্ট। লুই মাশাদোর ক্রস থেকে হেড করার চেষ্টা করেন ডিলান ফক্স। নিজেদের বক্সে হ্যান্ডবল করে ফেলেন রাওলিন বর্জেস। গোলরক্ষক অমরিন্দর সিংকে উলটোদিকে ঠেলে স্পট কিক থেকে ১-০ করতে ভুল করলেন না আপ্পিয়া।
দ্বিতীয়ার্ধে জাহৌর না থাকা টের পায় মুম্বাই। মাঝমাঠের শাসন হারায় তারা। বেঞ্জামিন ল্যামবট এবং ডিলান ফক্স দারুণভাবে সামলান হাইল্যান্ডারদের রক্ষণ। নর্থইস্ট এরপর ২৬ তারিখ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। ঠিক তার আগের দিন এফসি গোয়ার মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি।