সরকারের পতন ঠেকাতে প্রয়োজনে বিজেপিকে সমর্থন- ভোল বদলে দাবি জেডিএস এর
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 20, 2019 19:58 [IST]
- Last Update: Nov 20, 2019 19:58 [IST]
সেই কবে
গ্রিক পর্যটক মেগাস্থিনিস বলে গিয়েছিলেন- ‘‘সত্য সেলুকাস, বড় বিচিত্র এই ভারত দেশ’’। ভারতীয় রাজনীতির সাম্প্রতিক
গতিপ্রকৃতি প্রতি পদক্ষেপে সত্য বলে প্রমাণ করছে কালজয়ী অমোঘ সেই বাণীকে। এই যেমন
কর্ণাটকে কংগ্রেসের জোটসঙ্গী জেডিএস সম্প্রতি ঘোষণা করেছে সেই রাজ্যের বিজেপি
সরকারের পতন ঠেকানোর জন্য তারা বিজেপিকে সমর্থন করতে প্রস্তুত। এর সপক্ষে যুক্তিও
হাজির করা হচ্ছে জেডিএস- এর তরফ থেকে।
জেডিএস
নেতা বাসবরাজ হোরাট্টি দাবি করেছেন বর্তমান বিধায়কেরা অকাল নির্বাচনের সম্মুখীন
হতে নারাজ। বিধায়কদের মতকে সম্মান জানিয়ে তাঁরা প্রয়োজনে বিজেপি সরকারের পতন রোধ
করবেন,
যাতে বাকি সাড়ে তিন বছরের মেয়াদ পূর্ণ করতে পারে
ইয়েদুরাপ্পা সরকার।
ডিসেম্বর
মাসেই কর্ণাটকে কড়া নাড়ছে ১৭টি বিধানসভা আসনের উপনির্বাচন। ১৭টির মধ্যে ন্যূনতম
৬টি আসনে জিততে না পারলে পতন ঘটবে বিজেপি সরকারের। এমন পরিস্থিতিতে জেডিএস এর এই
আগাম ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কেবলমাত্র
বাসবরাজ হোরাট্টি-ই নন, এর আগে জেডিএস
সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়া এবং জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী
কুমারস্বামীও বিজেপির সঙ্গে জোটের কথা বলেছেন। জেডিএস সূত্রে খবর, নিজের দলকে গুছিয়ে
নেওয়ার জন্য সময় কিনতে চাইছেন দেবেগৌড়া। তাই এই মুহুর্তে সরকারের পতন ঘটুক চাইছেন না তিনি। তাই নির্বাচনের ফল প্রকাশের পর
যদি দেখা যায় যে দু-একটি আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হতে চলেছে বিজেপি’র, তখন বাইরে থেকে সমর্থন জানিয়ে ইয়েদুরাপ্পা সরকারকে বাঁচিয়ে
দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
অপর এক
পক্ষের মতে, ইডি-সিবিআই এর মতো কেন্দ্রীয়
সংস্থার হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই জেডিএস-এর এহেন ভোলবদল।