খবর সংগ্রহে গিয়ে মায়ানমারে গ্রেপ্তার ৬ সাংবাদিক
-
নিজস্ব প্রতিনিধি
- Mar 04, 2021 00:34 [IST]
- Last Update: Mar 04, 2021 00:34 [IST]
মায়ানমারে সামরিক অভ্যুত্থানের খবর সংগ্রহ করতে গিয়ে সামরিক শাসকদের রোষানলে ৬ সাংবাদিক। স্থানীয় সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া ৬ সাংবাদিকদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি’র সাংবাদিক থেইন ঝাও। এছাড়াও মায়ানমার নাও, মায়ানমার ফোটো এজেন্সি, ৭ ডে নিউজ, জি কোয়েট সংস্থার সাংবাদিকদেরও গ্রেপ্তার করেছে সামরিক শাসকেরা।
আং সান সুঁকির গণতান্ত্রিক সরকারকে বলপূর্বক পতন ঘটানোর প্রতিবাদে ১ ফেব্রুয়ারি সামরিক শাসকদের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ সভা সংগঠিত হয় রেঙ্গুন শহরে। সেই সভায় পেশার তাগিদে খবর সংগ্রহে গিয়েছিলেন গ্রেপ্তার হওয়া ৬ সাংবাদিক। সেখান থেকেই তাদের হেপাজতে নেয় সামরিক বাহিনী। থেইন ঝাও’র আইনজীবী টিন ঝার ও জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতার কঠোর ধারায় মামলা করেছে ক্ষমতাসীন সামরিক জুন্টা। বিচারে দোষী সাব্যস্ত হলে তিন বছর অবধি কারাদণ্ড ভোগ করতে হতে পারে অভিযুক্তদের। ক্ষমতা দখল করেই আইনের বিভিন্ন ধারা সংশোধন করেছে জুন্টার শীর্ষ কর্তারা। বিরোধীদের অভিযোগ, সেই আইনকে কাজে লাগিয়ে সাধারণ জনগণের কন্ঠস্বর রোধ করতে চাইছে সামরিক শাসকেরা।
রেঙ্গুনে গ্রেপ্তার করার পরে থিয়েন ঝাওকে উত্তর রেঙ্গুনের কুখ্যাত ইনসিয়েন জেলে পাঠানো হয়েছে। এর আগেও জুন্টার বিরুদ্ধে আওয়াজ তোলার অভিযোগে আটক হওয়া রাজনৈতিক বন্দিদের ইনসিয়েন কারাগারে বন্দি করা হয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগও উঠে আসে সেই কারাগার থেকে। মাযানমারের অভ্যন্তর থেকে উঠে আসা খবর অনুযায়ী। আদালতে তোলা হলে ঝাওকে ১২ মার্চ অবধি সামরিক হেপাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।