সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে নক আউট ফুটবল প্রতিযোগিতা
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 21, 2021 21:57 [IST]
- Last Update: Jan 21, 2021 21:57 [IST]
হালকা শীতের আবহে গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বুধবার শেষ হলো ১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে টানটান উত্তেজনাময় পরিবেশে আটুরিয়া খান এন্টারপ্রাইজ জয়ের মুকুট ছিনিয়ে নেয় দেগঙ্গা ফুটবল কোচিং সেন্টারকে ২-১গোলে হারিয়ে। চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৮০ হাজার টাকা খান এন্টারপ্রাইজের অধিনায়কের হাতে এবং দেগঙ্গা ফুটবল কোচিং সেন্টারের অধিনায়কের হাতে রানার্স ট্রফি ও নগদ ৬০ হাজার টাকা একে একে তুলে দেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা আয়ূব মণ্ডল, প্রাক্তন সেনাকর্মী সুপদ দাস, আলামীন মণ্ডল, রানা সরদার, ডব্লিউ, নূর হোসেনরা। সেরা গোলদাতা হিসাবে পুরস্কৃত হন নাইজেরিয়ান ফুটবলার আগাস্টিন। দুদিনে মোট দশটি গোল করেন তিনি। সেরা গোলকিপার নির্বাচিত হন দেগঙ্গা ফুটবল কোচিং সেন্টারের গোলকিপার। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হিন্দু মুসলিমদের একত্রিত করে ৪-৫ হাজার মানুষের উপস্হিতিতে বাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে শেষ হয় দুদিনের গ্রামীণ ফুটবল উৎসব।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার দমদম, বারাকপুর মহকুমার ভাটপাড়া, বারাসত মহকুমার দেগঙ্গা, বেড়াচাঁপা, বসিরহাট মহকুমার আটুরিয়া, মালতিপুর, দেবীপুর, বেগমপুর, গন্ধর্বপুর, ত্রিমোহনী ইত্যাদি এলাকার ফুটবলদলগুলিকে নিয়ে শুরু হয় দুদিনের এই নক আউট ফুটবল প্রতিযোগিতা। বসিরহাট শহরের উপকন্ঠে ৫৪ বিঘা নেওরা দিঘির পশ্চিম পাড়ে নেওরা হাইস্কুল ময়দানে আয়োজিত খেলার সূচনা করেন বসিরহাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সরদার ইলিয়াস আলি। মাঠের চতুর্দিকে অস্থায়ী গ্যালারি তৈরি করে দর্শকাসনের ব্যবস্থা করা হয়। করোনা বিধি মেনে মাস্ক,স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। মহিলাদের জন্য পৃথক গ্যালারির ব্যবস্থা রাখা হয়। দিবারাত্র চলে ১৬ দলের প্রতিযোগিতা। বহু দূরদূরান্তের ফুটবল প্রেমী মানুষ ভিড় জমায় দিঘির পাড়ে। দেগঙ্গা ফুটবল কোচিং সেন্টারের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন সাইকুল ইসলাম।