নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সম্রাট ঘোষাল(২৭) নামে এক যুবকে গ্রেপ্তার করছে পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়ার রঘুনাথপুর থানার মহুলা গ্রাম এলাকায়। ধৃতের বাড়ি আদ্রা থানা এলাকায়। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে রঘুনাথপুর মহিলা থানার পুলিশ সম্রাটকে গ্রেপ্তার করে। রবিবার সন্ধ্যায় নির্যাতিতার বাবা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, তিনি বাড়ি ছিলেন না। তার একটা দোকান রয়েছে তিনি সেখানেই ছিলেন। সেই সুযোগে সপ্তম শ্রেণিতে পড়ে তাঁর ১৩ বছরের মেয়েকে মোটরসাইকেলে বসিয়ে অপহরণ করে ওই যুবক। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আদ্রার কমলাস্থান থেকে নাবালিকাকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সম্রাট ঘোষালকে গ্রেপ্তার করে। একাধিক বার ওই নাবালিকাকে ধর্ষণ করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে নির্যাতিতা তরুণী। সোমবার নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয় বলে পুলিশ জানিয়েছে। রঘুনাথপুর মহকুমা আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।