রাজীবের ইস্তফা গ্রহণ না করে মন্ত্রীসভা থেকে অপসারিত নবান্নর
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 22, 2021 20:13 [IST]
- Last Update: Jan 22, 2021 20:13 [IST]
একের পর বিধায়ক ছাড়ছে দল।মন্ত্রীরাও পদত্যাগ করে যোগ দিচ্ছেন তৃণমূলের প্রাক্তন জোট সঙ্গী বিজেপিতে। প্রবল রাগ দুঃখ নিয়ে শুক্রবার পদত্যাগ করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিয়ে সংবাদ মাধ্যমের সামনে চোখের জলে বিদায় নেন তৃণমূল থেকে। তার ইস্তফা পত্র দেওয়ার পরই অবশ্য তৃণমূল সাংসদ সৌগত রায় জানায় ইস্তফা না দিলে তাঁকে দল থেকে বের করে দেওয়ার পরিকল্পনা ছিল।
যদিও রাজীবের ইস্তফা দেওয়া নিয়ে গোঁসা হয়েছে মুখ্যমন্ত্রীর। তাকে না দিয়ে রাজ্যপালকে ইস্তফাপত্র কেন এই প্রশ্ন তুলে ইস্তফা পদ্ধতিতে ত্রুটি বলে জানায় নবান্ন। নবান্নর দাবি, সাংবিধানিক রীতি না মেনেই ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই রাজীবের ইস্তফা গৃহীত হবে না তাঁকে মন্ত্রীসভা থেকে অপসারিত করা হল। মন্ত্রীদের নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, অতএব তাঁকেই দিতে হবে ইস্তফাপত্র। ইস্তফা গ্রহণ করে তা রাজ্যপালের কাছে পাঠান মুখ্যমন্ত্রী।