দেশপ্রেম দিবসে আজ মিছিল
-
-
- Jan 23, 2021 05:01 [IST]
- Last Update: Jan 23, 2021 05:01 [IST]
পরাক্রম নয়, নেতাজীর ছবির সঙ্গে নিজেদের ছবি সাঁটিয়ে প্রচারও নয়, শনিবার নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসকে দেশপ্রেম দিবস হিসাবে সারা রাজ্যে পালন করবে বাম ও সহযোগী দলগুলি। মিছিলে, সভায়, নেতাজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে কলকাতা সহ রাজ্যজুড়ে।
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে সারা দেশে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছেন বামফ্রন্ট পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা আবদুল মান্নান। তাঁরা বলেছিলেন, এই মুহূর্তে দেশকে ঐক্যবদ্ধ রাখতে নেতাজীর দেখানো পথেই আমাদের হাঁটতে হবে। দেশের স্বাধীনতার জন্য নিঃস্বার্থ ভাবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। উপলব্ধি করেছিলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত রকম জাত, ধর্ম এবং বর্ণের বিভাজনকে মুছে ফেলতে হবে। তাঁর সেই শিক্ষা আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক। নেতাজীর দেশপ্রেমের আদর্শকে দেশের প্রতি প্রান্তে পৌঁছে দিতে ২৩ জানুয়ারিকে দেশপ্রেম দিবস ঘোষণা করা হোক।
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে দেশপ্রেম দিবস ঘোষণার দাবি এরাজ্যের বামপন্থীরা অনেকদিন ধরেই জানিয়ে আসছে। ২০১১ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২৩ জানুয়ারিকে রাজ্যে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। অনুরূপ ভাবে সারা দেশেই তা পালন করার অনুরোধ জানিয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করেছিলেন তিনি। সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ছিলেন। ২০১৮ সালেও বামফ্রন্ট পরিষদীয় দলের পক্ষে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি জানানো হয়েছিল, রাজ্যের মানুষের সার্বিক দাবি মেনে কেন্দ্রের কাছে ২৩ জানুয়ারিকে দেশপ্রেম দিবস ঘোষণার আরজি জানাক রাজ্য সরকার। কিন্তু কিছুই হয়নি। ক্ষুব্ধ বামপন্থীরা তাই বলেছেন, যাদের মধ্যে দেশপ্রেম নেই, স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেনি, তারা কীভাবে এই দাবি কার্যকর করবে!
কিন্তু বিধানসভার ভোটের দিকে তাকিয়ে নেতাজীকে নিয়ে সঙ্কীর্ণ প্রচারে আগ্রহ দেখাচ্ছে বিজেপি এবং তৃণমূল। বিকৃতভাবে নেতাজীর বক্তব্য প্রচার থেকে শুরু করে বাঙালি স্বাভিমান প্রচারে আগ্রহ দেখাচ্ছে তারা। দেশপ্রেম দিবসের বদলে প্রধানমন্ত্রী মোদী সরকার ঘোষণা করেছে, পরাক্রম দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী নিজেই শনিবার কলকাতায় আসবেন ন্যাশনাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে কর্মসূচি পালন করতে।
কিন্তু ১৬টি বাম ও সহযোগী দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শনিবার রাজ্যের সর্বত্র দেশপ্রেম দিবস পালন করা হবে। কলকাতায় সকাল ১০টায় মহাজাতি সদনের সামনে থেকে সুসজ্জিত মিছিল করা হবে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত। তারপর দুপুর ১২টা ১৫ মিনিটে নেতাজীর মূর্তিতে মাল্যদান করা হবে। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে শনিবার দেশপ্রেম দিবস উদ্যাপন করা হবে। সকালে মহাজাতি সদন থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে, গানে কথায় মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। অন্যদিকে আন্দোলনরত কৃষকদের পক্ষ থেকে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ‘আজাদ হিন্দ কিষাণ দিবস’ পালন করা হবে।