নাগরিকত্ব বিলে সেই ধর্মীয় মেরুকরণই
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 20, 2019 18:14 [IST]
- Last Update: Nov 20, 2019 18:14 [IST]
বুধবার ফের সংসদের নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গ তুলল সরকার। এদিন গৃহমন্ত্রী অমিত শাহ প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রে অত্যাচারিত অ-মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে জোর সওয়াল করেন।
এদিন সংসদে অমিত শাহ বলেন, পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্থানে ধর্মের নামে সেখানে বসবাসকারী অ-মুসলিমদের ওপরে অত্যাচার করা হয়। তাই সেখানকার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিষ্টান, পার্সি শরণার্থীদের এদেশে নাগরিকত্ব পাওয়া উচিত। তাই এখনই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজন। সেই সঙ্গে তিনি বলেন সারা দেশের সঙ্গে আসামেও ফের হবে এনআরসি।
এদিন সংসদে প্রশ্ন তোলা হয়, নাগরিকত্বের বিষয়ে মুসলিমদের নিয়ে সরকারের কী মনোভাব। সেই প্রশ্নের সরাসরি উত্তরে না দিয়ে অমিত শাহ বলেন, শরণার্থী হিন্দু, পার্সি, বৌদ্ধ, জৈনদের নাগরিকত্ব দিতে নাগরিক সংশোধনী বিলের আওতায় আনা হবে। কারণ হিসাবে ব্যাখ্যা দেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ওই সব শরণার্থীরা নির্যাতিত।