মধ্যরাতে কসবার পেট্রোল পাম্পে তেল ‘ছিনতাই’ দুষ্কৃতীদের
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 23, 2020 13:52 [IST]
- Last Update: Nov 23, 2020 13:52 [IST]
মধ্যরাতে কসবার এক পেট্রোল পাম্পে তাণ্ডব বাইক বাহিনীর। পেট্রোল পাম্পের ম্যানেজার এবং কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে। জানা গিয়েছে, কসবা এলাকায় বোসপুকুর রোডের উপর একটি পেট্রোল পাম্পে শনিবার রাত তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে। পাম্পের মালিক অরিন্দম নন্দীর অভিযোগ, শনিবার রাত ৩টে নাগাদ চারটি মোটরবাইকে করে ১০-১২ জন যুবক এসে ওই পাম্পে তাণ্ডব চালায়।
তারা প্রথমে নিজেরাই তেলের পাইপ থেকে মোটরবাইকে ১১০০ টাকার তেল ভরে নেয়। সেই সময়ে কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। এরপর বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। তড়িঘড়ি কসবা থানায় গোটা ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করা হয় পাম্পের তরফে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তড়িঘড়ি অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। রাতে কসবা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ২ জনকে। তবে বাকি অভিযুক্তদের হদিশ এখনও মেলেনি।