মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে
ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংক্রমণের হাত থেকে
রক্ষা পেতে প্রয়োজন ভ্যাকসিনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান ২০২১
সালে করোনার ভ্যাকসিন দেশের সব রাজ্যগুলির হাতে তুলে দেওয়া শুরু করবে কেন্দ্র
সরকার। আগামী বছরের জুন-জুলাই মাসের মধ্যে দেশের ২৫ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া
হবে। তার আগে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন
প্রধানমন্ত্রী। নবান্ন সূত্রের খবর মঙ্গলবার নবান্ন থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে
ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বৈঠকে রাজ্যগুলিকে
করোনা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিগত নানা দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আরও জানা
গেছে,
প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের কারণে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া জেলার
প্রশাসনিক বৈঠকের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচির পরিবর্তন
করে রবিবারই বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে কলকাতায় ফিরে
প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।