টাকা তছরুপের অভিযোগে ধৃত পোস্ট মাস্টার
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 22, 2021 20:58 [IST]
- Last Update: Jan 22, 2021 20:58 [IST]
গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল বসিরহাটের একটি শাখা ডাকঘরের পোস্ট মাস্টার। পুলিশ জানিয়েছে, খড়িডাঙা- গাঁড়াকপি এলাকার বাসিন্দা বিকাশ চন্দ্র বাছাড়কে গ্রাহকদের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক তাকে ৬ দিনের জন্য পুলিশি হেপাজাতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসিরহাটের দন্ডিরহাট এলাকার একটি শাখা ডাকঘরে পোস্ট মাস্টার বিকাশ। সম্প্রতি তার বিরুদ্ধে দন্ডিরহাটের বাসিন্দা শিখারানি দত্ত, প্রদীপ শিল সহ কয়েক জন ডাকঘরে জমানো টাকা তছরুপের অভিযোগ আনে। সে কথা সংস্লিষ্ট দপ্তরের আধিকারিককে জানালে বিকাশের বিরুদ্ধে দপ্তরগত ভাবে তদন্ত শুরু হয়। জানা যায়, ডাকঘরে টাকা জমা দেওয়ার কথা পাশ বইতে লেখা হলেও তা সরকারি খাতায় তোলা হত না।
এই ঘটনার কথা বসিরহাট থানায় জানানো হলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, জেরার মুখে বিকাশের দাবি একটা ব্যবসা করতে গিয়ে লোকসান হওয়ায় মনে হয়েছিল আপাতত গ্রাহকদের টাকা নিয়ে পরে তা শোধ করে দিতে পারব। পুলিশের দাবি, এখনও পর্যন্ত লক্ষাধিক টাকা তছরুপের প্রমাণ মিলেছে। আর কেউ বিকাশের হাতে টাকা জমা দিয়ে বিপদে পড়েছেন কিনা তার খোঁজ নেওয়া হচ্ছে।