লরির ধাক্কায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর।ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে নটা নাগাদ পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাঁওতালডি মোড় সংলগ্ন এলাকায়। নিহতের নাম অতুল কর্মকার তিনি পেশায় দুধ ব্যবসায়ী। আদ্রা থানার বাঘাডাবর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে সাইকেলের পিছনে দুধের ক্রেট নিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন অতুল কর্মকার (এলাকায় পরিচিত ছিলেন বাঘা) নামে এক দুধ ব্যবসায়ী। সেই সময় পুরুলিয়াগামী একটি লরি তাকে ধাক্কা মারে। তিনি রাস্তায় পড়ে যান তখন লরির পিছনের চাকা তাকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও রঘুনাথপুর থানার পুলিশের মদতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘাতক লরিটি আটক করেছে পুলিশ। জানা গেছে চালক পলাতক। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।