মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতিতে সজল কাঞ্জিলালের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্র-যুব
-
গণশক্তির প্রতিবেদন
- Jul 15, 2019 18:25 [IST]
- Last Update: Jul 15, 2019 18:25 [IST]
শনিবার সন্ধায় বাড়ি ফেরার পথে মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতির জেরে নাট্যকর্মী সজল কাঞ্জিলালের মৃত্যুর প্রতিবাদে এসএফআই,ডিওয়াইএফআই। রবিবার বিভিন্ন মেট্রো স্টেশনে প্রতিবাদ পোস্টারিঙ করার পর সোমবার পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের সামনে প্রতিবাদ সভা করে তারা। কেন দিনের পর দিন যান্ত্রিক ত্রুটিযুক্ত ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ এদিন এই সভা থেকে সেই প্রশ্ন তোলে প্রতিবাদিরা।
বিগত কয়েকমাস ধরে নানা ধরনের ঘটনা ঘটছে কলকাতা মেট্রোরেলে। দেশের প্রথম মেট্রো রেল চলে এই শহরে অথচ এই রাজ্যেই মেট্রো পরিষেবার হাল এখন তলানিতে। কখনও রেকে আগুন ধরে যাচ্ছে, কখনও সুড়ঙ্গে আটকে যাচ্ছে মেট্রো। একের পর এক দুর্ঘটনা ঘটে গেলেও মেট্রো রেলকর্তৃপক্ষের কোনও রকম হেলদোল নেই। ঘটনার দ্রুত তদন্তের দাবি করেছে এসএফআই ডিওয়াইএফআই।
প্রতিবাদ সভার শেষে মেট্রোপরিষেবার সামগ্রিক মানোন্নয়নের দাবিতে জেনারেল ম্যানেজারকে স্মারকলিপিও দেন ছাত্র যুব আন্দোলনের কর্মীরা।