ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের দৃঢ় প্রহরী কমিউনিস্টরা
১৯২০-র ১৭ অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষ পালনের শেষ পর্যায়ে রয়েছি আমরা। কোভিড-১৯ মহামারী, দীর্ঘায়িত লকডাউন, শারীরিক দূরত্বের বিধিনিষেধের জন্য যেভাবে আমরা ভেবেছিলাম, সেই মাত্রায় শতবার্ষিকী পালন করা যায়নি। যদিও এই সীমবদ্ধতার মধ্যেও ভার্চুয়াল মিডিয়া এবং ডিজিটাল যোগাযোগ ব্যবহার করে পার্টি গত এক শতাব্দী ধরে ভারতীয় ইতিহাসের বিভিন্ন পর্বে কমিউনিস্টদের ভূমিকার কথা তুলে ধরেছে।