আমেরিকার রাস্তায় ট্রাম্প পন্থীদের তাণ্ডব
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 15, 2020 23:27 [IST]
- Last Update: Nov 15, 2020 23:27 [IST]
জো বাইডেনের কাছে পরাজিত হয়ে এখনো হার স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। এদিন আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পপন্থীরা ব্যাপক তাণ্ডব দেখায়। বাইডেন পন্থীদের সঙ্গে বিক্ষুব্ধদের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় । শনিবার রাতভর ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওয়াশিংটনের একাধিক জায়গায়। পুলিশ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে চারজনের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। রাতভর এই গন্ডগোল চলে।
ওয়াশিংটনের রাস্তায় গাড়িতে ঘোরার পর বিভিন্ন রাস্তায় বিক্ষুব্ধরা মিছিল করেন। তারপর শুরু হয় গন্ডগোল।