গোষ্ঠী কোন্দল চরমে, তৃণমূল ভবনের বাইরে অবস্থান আদি কর্মীদের
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 21, 2020 17:37 [IST]
- Last Update: Nov 21, 2020 17:37 [IST]
গোষ্ঠী কোন্দলে জেরবার হয়ে এবার একদল তৃণমূল কর্মী বাইপাসের ধারে তৃণমূল ভবনের সামনেই ধর্নায় বসলেন। জানা গেছে রাজ্য জুড়ে ২৩টি জেলা থেকে প্রায় তিনশতাধিক কর্মী যোগ দেন এই অবস্থানে। তাদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ‘দলনেত্রীর কাছে একটি বিশেষ বার্তা’। তাদের অবস্থানের সামনে দিয়েই এদিন তৃণমূল ভবনে ঢোকেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন এবং বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। ধর্নাকারীদের মধ্যে থেকে কেবলমাত্র একজনকে ডেকে পাঠানো হয় তৃণমূল ভবনে। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি বলেই খবর। তৃণমূল ভবন সূত্রে জানা গেছে ‘বিশেষ বার্তা’টি আর কিছুই নয় বরং আদি তৃণমূল কর্মীদের সাথে দলবদলে যোগ দেয়া নব্য তৃণমূলীদের সংঘাত। আদি তৃণমূলীদের দলনত্রীর কাছে অভিযোগ, তারা প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না নতুনদের কাছে। তাই তাদের দাবি এ বিষয়ে অবিলম্বে নেত্রী হস্তক্ষেপ করুক নয়ত তারা অবস্থান প্রত্যাহার করবেন না। পুলিশ গিয়ে তাদের বোঝাতে চাইলেও তারা উঠে যেতে অস্বীকার করেন। পরে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এসে তাদের সাথে কথা বলে তাদের ফেরত পাঠান। অবস্থানকারীদের বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাঁদের সঙ্গে দেখা করবেন।