কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কৃষি বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে উত্তর দিনাজপুর জেলার দুই মহকুমাতে কয়েকশ ট্রাক্টরের মিছিল হবে। ট্রাক্টরের শীর্ষে থাকবেন শ্রমিক কৃষক খেত মজুর আন্দোলনের লড়াকু সৈনিকেরা। শ্রমিক কৃষক কর্মচারীদের গণঅবস্থানে এখবর জানালেন সিআইটিইউ জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী। শুক্রবার বিকেলে রায়গঞ্জ ঘড়ি মোড়ে সিআইটিইউ ১২ ই জুলাই কমিটির উদ্যোগে আয়োজিত ধর্না বিক্ষোভ গণঅবস্থানে স্বপন গুহ নিয়োগী ছাড়াও আইএনটিইউসি’র স্বপন দে সরকার, ইউটিইউসি জেলা সম্পাদক ভাষান রায়, ১২ ই জুলাই কমিটির জেলা আহ্বায়ক শিশির দাশগুপ্ত বক্তব্য রাখনে। সভায় পরিতোষ দেবনাথ সভাপতিত্ব করেন।