শুক্রবার মাঝরাতে দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তরুণ সাংবাদিকের। তাঁর নাম সোহম মল্লিক। তাঁর সাথে বাইকে আসছিলেন আরেক তরুণ সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। দুর্ঘটনায় গুরুতরভাবে চোখে এবং গালে চোট পান তিনি। জানা গেছে কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে বাইকটি। ধাক্কা মারার সাথে সাথেই মৃত্যু হয় চালক সোহম মল্লিকের। বর্তমানে মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সে চিকিৎসা চলছে ময়ূখের। প্রথমে তাকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। পরে নিউরো সাইন্সে স্থানান্তরিত করা হয়। তার অবস্থাও সঙ্কটমুক্ত নয়। চিরতরে একটা চোখ নষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।