হু’তে যোগদানের ঘোষণা বাইডেনের
-
-
- Jan 22, 2021 14:56 [IST]
- Last Update: Jan 22, 2021 03:00 [IST]
প্রতিশ্রুতি অনুসারেই, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যোগদানের নির্দেশ দিলেন রাষ্ট্রপতি জো বাইডেন। বাস্তবে যা তাঁর পূর্বসূরি প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আমলে অবস্থার সম্পূর্ণ বিপরীত।
অতিমারী ছড়িয়ে পড়া নিয়ে হু’র প্রতিবাদে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকার প্রাক্তন কর্ণধারের অভিযোগ ছিল চীনের চাপে হু অতিমারীর খবর যথা সময়ে জানায়নি।
হু’র ব্যর্থতার প্রতিবাদে প্রশাসনকে ওই সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক গুটিয়ে নিতে নির্দেশ দেন ট্রাম্প। সেই মতোই গত বছর এপ্রিল মাসেই হু’র অর্থ সাহায্য বন্ধ রাখে ওয়াশিংটন। ২০২১ সালের জুলাই মাসেই হু’র সঙ্গে আমেরিকার বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল।
বুধবার রাষ্ট্রপতি রূপে ওভাল অফিসে বসেই রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তনিও গুতেরেজকে চিঠি লেখেন বাইডেন। চিঠিতে হু’র সদস্য হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলেই ইচ্ছা প্রকাশ করেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপতি বাইডেনের ওই পদক্ষেপকে স্বাগত জানান রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব। তিনি জানান, অতিমারী মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সমর্থন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ওয়াশিংটন হু’তে যোগদানের ফলে টিকা উৎপাদন ও বণ্টনে সুবিধা হবে। গরিব দেশ সহ সব দেশই করোনা প্রতিরোধের টিকা পাবে।
হু’র সব থেকে বেশি অর্থ সাহায্যকারি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতি বছর ওয়াশিংটন সংস্থাকে ৪৫ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য করে। ১৯৪৮ সালের ২১ জুন থেকে সংস্থাটির সঙ্গে জুড়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েক দশকের ওই সম্পকে ছেদ পড়তে বসেছিল ট্রাম্পের সিদ্ধান্তে।
অতিমারী প্রতিরোধে এসপ্তাহে হু’র এক্সিকিউটিভ বোর্ডের ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হয়। এর পরই মার্কিন প্রশাসন একটি বিবৃতি দেন। এতে জানানো হয় আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ নিরাময়ে বিশেষজ্ঞ ড. আন্তনিও ফুকির নেতৃত্বে একটি চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল হু’র সঙ্গে যৌথভাবে কাজ করবে। সেই মতোই রাষ্ট্রপতি বাইডেনের শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা ডাঃফুকি বৃহস্পতিবার ওয়াশিংটনের স্থানীয় সময় ভোর রাতে হু’র বৈঠকে ভাষণ দেন। নিজের বক্তব্যে অতিমারী মোকাবিলায় হু’র কাজে ভূয়ষী প্রশংসা করেন ডাঃ ফুকি। ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র হু’র সদস্য হিসাবে থাকতে চায় এই কথা ঘোষণা করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি,’’ বলেন ডাঃফুকি।
এদিকে ক্ষমতায় আসার প্রথম দিনেই ১৫টি সরকারি নির্দেশ জারি করেছেন রাষ্ট্রপতি বাইডেন। এর মধ্যে বেশ কিছু রয়েছে তাঁর পূর্বসূরির অবস্থানের সম্পূর্ণ বিপরীত। মতপার্থক্যের জেরে প্যারিসের আন্তর্জাতিক জলবায়ু চুক্তি থেকে সরে আসেন রাষ্ট্রপতি ট্রাম্প। বাইডেন সরকার পুনরায় জলবায়ু চুক্তিতে শরিক হয়েছেন। পাশাপাশি মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরি থেকে বিরত থাকার কথা জানানো হয়েছে। তুলে নেওয়া হয়েছে মুসলিম দেশের ওপর চাপানো পর্যটনে নিষেধাজ্ঞাও।