মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো অমিত দে (২৭) নামে এক যুবকের। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে বসিরহাট থানার মেরুদন্ডী ব্রিজের উপর। বসিরহাটের ধলতিথা এলাকায় বাড়ি তাঁর। এলাকায় ভালো ফুটবল প্লেয়ার হিসেবে পরিচিত ছিলেন তিনি। বসিরহাটের নিউ বাণী সঙ্ঘ ছাড়াও বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন অমিত। জানা গেছে রাতে পরিচিত এক যুবকের বাইক নিয়ে ফেরার সময় ব্রিজের ওপর দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। এরপর তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় অমিতের পরিবারে, তাঁর পাড়ায় এবং ফুটবল মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।