অভীক ঘোষ-পান্ডুয়া
মহিলাদের সামাজিক নিরাপত্তার সব রকম সহযোগিতা দিতে অনুষ্ঠিত হলো ‘মেয়েদের ব্রিগেড’ কর্মশালা। রবিবার পান্ডুয়ার অনিল বিশ্বাস ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মেয়েদের আইনি সহায়তা থেকে আত্মরক্ষার কৌশল সবকিছুই শেখানো হয় এই কর্মশালায়। ইতিমধ্যেই হুগলি জেলার উত্তরপাড়া এলাকায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সিপিআই(এম) হুগলি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রদীপ সাহা সহ নেতৃবৃন্দ। এদিনের আলোচক হিসাবে ছিলেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী, দ্বিধীতি রায় এবং আইনজীবী চন্দ্রনাথ ব্যানার্জি।
সভায় আলোচকরা বলেন যে আমাদের রাজ্যে মেয়েদের অবস্থা খুবই শোচনীয়। উল্লেখ্য নাবালিকা বিবাহ এবং নারী পাচার ও নারী নির্যাতনে আমাদের রাজ্য তালিকার শীর্ষের দিকে রয়েছে। আমরা বৃত্ত করে সমাজের সকল অংশের মহিলাদের এক জায়গায় জড়ো করে, তাঁদের প্রতিদিনকার সমস্যা নিয়ে লড়াই করাই আমাদের কাজ হবে।
পান্ডুয়ায় মেয়েদের ব্রিগেডে সভায় উপস্থিত মহিলারা তাঁদের বিভিন্ন সমস্যার কথা বলেন। রক্তস্বল্পতা থেকে শুরু করে নাবালিকা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে সে বিষয়ে আলোচনা হয়। উল্লেখযোগ্য ভাবে উপস্থিত মহিলারা বলেন যে কোভিডের সময় যে ভ্যাকসিনের আমাদের দেওয়া হয়েছে তা নেওয়ার পর থেকে বিভিন্ন সময় আমাদের সমস্যা হচ্ছে। তার পাশাপাশি আর জি করের ঘটনার পাশাপাশি গ্রামে এমন বহু নাবালিকা শিশু আছে, যাঁরা পরিচিত মানুষদের দ্বারা অপমানের স্বীকার হয়। সরকার দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীতে যে সকল মহিলারা লোন নেন তাঁর সুদের হার বেড়ে গেছে। আর সেই লোন শোধ করতেই নতুন করে অন্য জায়গা থেকে সুদে টাকা নিতে বাধ্য হচ্ছে মহিলারা। সভার শেষে আলোচকরা সভায় উপস্থিত থাকা মহিলাদের সমস্যার কথা শুনে সেই বিষয় গুলি নিয়ে আলোচনা করেন। সভার শেষে পান্ডুয়া এলাকায় দীর্ঘ মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ :0