সরকারি কার্নিভালে 'জাস্টিস' লেখা টি-শার্ট পড়ে গিয়েছিলেন। এটিই অপরাধ! তার জন্য সেই চিকিৎসককে আটক করেছে ময়দান থানা। ময়দান থানায় রয়েছেন চিকিৎসক নেতৃবৃন্দ। 
এর মধ্যে জনতার ‘দ্রোহের কার্নিভাল’-এ যান কলকাতা পুলিশের দুই শীর্ষ আধিকারিক। আর জি কর হাসপাতালে খুন ও ধর্ষণে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ বারবারই উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। দুই আধিকারিককে ‘গো-ব্যাক’ স্লোগান দিয়েছে জনতা।
‘দ্রোহের কার্নিভালের আয়োজকরা বলেছেন, কলকাতা পুলিশ অযথা উত্তেজনা তৈরি করতে চাইছে। তবে প্রতিবাদ সংযত ভাবেই হবে।
মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ধর্মতলা চত্বরে জনসমাগম বাড়ছেই। স্লোগানের জোরও বাড়ছে। ‘বিচার চেয়ে’ স্লোগান উঠছে। সেই সঙ্গে ক্ষোভ আছড়ে পড়ছে তথ্য প্রমাণ লোপাটে দায়ীদের ঘিরে। 
প্রতিবাদের গনগনে আঁচ এখন ধর্মতলায়। অনেকে সঙ্গে এনেছেন শিশুদেরও। তারাও শামিল হয়েছে জনতার কার্নিভালে।
চিকিৎসক আন্দোলনের নেতা সুবর্ণ গোস্বামী ‘গণশক্তি’-কে বলেছেন, ‘‘সরকার জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর বিচারের দাবিতে চিকিৎসকরা আন্দোলনে নামলেও এখন এই আন্দোলন জনতারই। স্বাধীনতার পর এমন সুতীব্র এবং ব্যাপক জন আন্দোলন মানুষ দেখেননি।’’
Doctor detained
আটক চিকিৎসক, পুলিশকে ‘গো ব্যাক’ স্লোগান
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0