Udaypur Rape

চলন্ত গাড়িতে মহিলাকে ধর্ষণ উদয়পুরে

জাতীয়

গভীর রাতে রাস্তায় গাড়ি ছিল না। মহিলাকে সাহায্য করতে চেয়ে দাঁড়িয়েছিল একটি চার চাকার গাড়ি। সহায় মনে করে সেটিতেই চড়েছিলেন মহিলা। তারপর চলন্ত গাড়িতে চারজন দল বেঁধে ধর্ষণ করল ওই মহিলাকে।
শনিবার, রাজস্থানের উদয়পুরের এই ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। দেশের তো বটেই, বিশ্বেও পর্যটন কেন্দ্র হিসেবে যথেষ্ট পরিচিত উদয়পুর। 
রাজস্থান পুলিশ জানিয়েছে স্থানীয় প্রতাপনগর থানায় দল বেঁধে ধর্ষণ, অপহরণের মামলা দায়ের হয়েছে।
আক্রান্ত মহিলা পুলিশকে জানিয়েছেন যে তিনি কাজের জন্য এসেছিলেন উদয়পুরে। রাত ৯টায় ফেরার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সময় ধরেও মিলছিল না কোনও গাড়ি। তখনই সাহায্যের জন্য এগিয়ে আসে গাড়িটি। কিন্তু গন্তব্যে পৌরছে নামিয়ে দিতে বললেও থামেনি গাড়ি। দাবোকের রাস্তায় নিয়ে যাওয়া তাঁকে। চলন্ত গাড়িতেই নির্যাতন করা হয়। তারপর লোহার রড দিয়ে পিটিয়ে দরজা খুলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন