সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও খেতমজুর ইউনিয়নের আহ্বানে মঙ্গলবার দেশের পাঁচ শত জেলার সাথে কৃষি, শ্রমিক ও খেতমজূরদের দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলায় জেলা শাসক অফিসের সামনে বেলা ১২ থেকে অবস্থান বিক্ষোভ সভা চলছে। কর্ণজোড়া মেইন গেটের সামনে থেকে শতাধিক মানুষের মিছিল হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিআইটিইউ জেলা সভাপতি রঞ্জন দাস।
সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুরজিত কর্মকার, জেলা সভাপতি উত্তম পাল, উত্তর দিনাজপুর জেলা আহ্বায়ক আনোয়ারুল হক প্রাক্তন মন্ত্রী সিপিআই নেতা শ্রীকুমার মুখার্জি, আরএসপি জেলা সম্পাদক ভাসান রায়, ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক গোকুল রায় এবং সিআইটিইউ জেলা সভাপতি স্বপন গুহ নিয়োগী বক্তব্য রাখেন।
26 November Rayganj
২৬’র ডাকে দেশের সঙ্গে মিছিল রায়গঞ্জেও

×
মন্তব্যসমূহ :0