শুক্রবার কলকাতা লিগে জয় পেল ইস্টবেঙ্গল। কালীঘাট স্পোর্টস লাভারসের বিরুদ্ধে নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে কষ্টার্জিত জয় পেল লাল হলুদ। ম্যাচের একমাত্র গোলদাতা গুইতে। এই ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভারসকে হারাতে দেবজিত, মার্তন্ড , শৌভিকদের মত সিনিয়র খেলোয়াড়দের খেলিয়েছিলেন কোচ বিনো জর্জ। গত ম্যাচে পুলিশ এসির বিরুদ্ধে হারের রেশ কাটতে দেরি হচ্ছিল । ফলে জয়ের গোল পেতে ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হল ৫৫ মিনিট পর্যন্ত। ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন চিহ্ন উঠবেই। কালীঘাটের খেলোয়াড় সুরজ মণ্ডলকে বক্সের মধ্যে ফাউল করা হয় ম্যাচের একেবারে শেষের দিকে। তবুও রেফারি পেনাল্টির নির্দেশ দেননি। ফলে ম্যাচের পর রেফারির সঙ্গে হাতাহাতিতে জড়ান কালীঘাট স্পোর্টস লাভারস দলের খেলোয়াড়রা। পুলিশ সুরক্ষায় মাঠ ছাড়তে হয় রেফারিকে। তবে অনেক সিনিয়র দলের খেলোয়াড়দের প্রথম একাদশে নামিয়েও ইস্টবেঙ্গলের এই হতশ্রী পারফরম্যান্স চক্ষুশূল হয়েছে বেশ কয়েকজন সমর্থকদেরও।
Calcutta football League
কলকাতা লিগে কষ্টার্জিত জয় ইস্টবেঙ্গলের

×
Comments :0