পশ্চিমবঙ্গ সহ দেশের চারটি টি রাজ্যের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার সকালে গুজরাট, কেরালা, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ সহ পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। বলা হয়েছে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ হবে ১৯ জুন। ২৩ জুন হবে ভোট গণনা। কমিশন এদিন অন্যো আরও ৩ টি রাজ্যের বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। গুজরাতের দু'টি কেন্দ্র, কেরালার ও পঞ্জাবের একটি করে কেন্দ্রে উপনির্বাচন হবে।
যে পাঁচটি আসনে ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে দুটি গুজরাট, কাদি এবং বিশ্বদ্বার । কেরালায় নীলাম্বর আসনে উপনির্বাচন হবে। পাঞ্জাবে লুধিয়ানা পশ্চিম বিধানসভা এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জের বিধানসভা আসনে উপনির্বাচন হবে ১৯ জনু বৃহস্পতিবার। এদিন কমিশন তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছে।
বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছেনির্বাচনের গেজেট নোটিফিকেশন জারি হবে ২৬ মে সোমবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন। ৩ জুন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৫ জুন। ফলঘোষণ ২৩ জুন।
গুজরাটে আম আদমি পার্টির বিধায়ক ভূপতভাই ভায়ানির পদত্যাগের কারণে বিশ্বদ্বার আসনটি খালি ছিল। বিজেপি বিধায়ক করসনভাই পাঞ্জাভাই সোলাঙ্কির মৃত্যুর কারণে তফসিলি জাতি (এসসি) প্রার্থীদের জন্য সংরক্ষিত কাদি আসনটি খালি হয়। কেরালার নীলাম্বর বিধানসভা আসনের উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে নির্দল বিধায়ক পি ভি আনোয়ারের পদত্যাগের কারণে। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনটি কংগ্রেস বিধায়ক গুরপ্রীত বাসি গোগির মৃত্যুর পর শূন্য হয়ে যায়। নির্বাচনী বিধি অনুযায়ী কোনও বিধায়কের মৃত্যু হলে সেই ফাঁকা আসনে ৬ মাসের মধ্যে উপনির্বাচন করতে হয়। কালীগঞ্জের ক্ষেত্রে গত ১ ফেব্রুয়ারি তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন। ফলে আগামী ১৯ জুন এই আসনে উপনির্বাচন হবে।
নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার উপর জোর দিতে কিছুদিন আগেই কালীগঞ্জ নিয়ে সর্বদলীয় বৈঠক করেছিল নির্বাচন কমিশন। বৈঠকে হাজির ছিলেন সমস্ত রাজনীতিক দলের প্রতিনিধিরা। আসন্ন বিধানসভা উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে নির্বাচন ঘোষণার সাথে সাথে নির্বাচনী এলাকায় আদর্শ আচরণবিধি কার্যকর শরু হয়ে যাবে।
Election Commission
পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যে উপনির্বাচন ১৯ জুন

×
Comments :0